ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬০
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদকবিরোধী অভিযানে ৬০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গত ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ডিএমপির অপরাধ ও গোয়েন্দা বিভাগ এ অভিযান চালায়। ডিএমপির জনসংযোগ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তি বলছে, অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পাঁচ হাজার ৭৪৪ পিস ইয়াবা, ২৫৯ গ্রাম হেরোইন ও এক কেজি ৮৬৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ৬০ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯টি মামলা হয়েছে।