ডিএমপির ৩ ডিসির বদলি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান ও রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ শনিবার (২০ মে) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদিল করা হয়।
ওই আদেশে বলা হয়, ডিএমপি গুলশান বিভাগের ডিসি মো. আ. আহাদকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারি বিভাগে এবং ডিসি মুহাম্মদ আশরাফ হোসেনকে রমনা বিভাগে বদলি করা হয়েছে। এ ছাড়া একই আদেশে রমনা বিভাগের উপকমিশনার মো. শহিদুল্লাহকে গুলশানের ডিসি করা হয়েছে।