ডিএমপি কমিশনারের দায়িত্ব নিলেন গোলাম ফারুক
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক। আজ শনিবার তিনি দায়িত্ব বুঝে নেন। ডিএমপির জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপির বিদায়ী কমিশনার মো. শফিকুল ইসলামের কাছে থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। শনিবার অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কর্মকর্তা মো. শফিকুল ইসলাম অবসরে যান।
গত ২৩ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে গোলাম ফারুককে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দেয় সরকার।
খন্দকার গোলাম ফারুক ১৯৯১ সালে ২০ জানুয়ারি ১২তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করেন। ২০২০ সালের ৯ নভেম্বর তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নিত পান। এর আগে তিনি সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, রংপুর রেঞ্জের ডিআইজি, ডিএমপির অতিরিক্ত কমিশনার, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ছিলেন।
এ ছাড়া ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ঝালকাঠি ও ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন ফারুক।