ডিএমপি জনগণের নিরাপত্তা দিতে সক্ষম হয়েছে : আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, দেশমাতৃকার সেবা ও জনগণের নিরাপত্তা দেওয়া বাংলাদেশ পুলিশের মূল দায়িত্ব। দেশের রাজধানী ও পৃথিবীর অন্যতম একটি মেগাসিটির জনগণের নিরাপত্তা এবং এ শহরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দায়িত্ব পালন করে আসছে। সুদীর্ঘ পথপরিক্রমায় ডিএমপি অনেক চড়াই-উৎরাই অতিক্রম করেছে।
আজ শনিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনসে এক নাগরিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে আইজিপি একথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন। সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।
আইজিপি বলেন, বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি ঢাকা কেন্দ্রিক। এ শহরকে কেন্দ্র করেই আমাদের উন্নয়নের অভিযাত্রা। এ অভিযাত্রা নিশ্চিত করতে হলে এ শহরকে নিরাপদ রাখতে হবে। ডিএমপি দক্ষতার সাথে সে দায়িত্ব পালন করছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে বিশেষ করে করোনাকালে ডিএমপি মুন্সিয়ানার পরিচয় দিয়েছে।
পুলিশ প্রধান বলেন, ডিএমপি বিশ্বের অন্যতম জনবহুল নগরের নাগরিকদের নিরাপত্তা প্রদানে সক্ষম হয়েছে। দেশের উন্নয়নের ঢেউ ঢাকা থেকে সারা দেশে আছড়ে পড়ে। আমরা ডিএমপিকে পুলিশের প্রতিচ্ছবি মনে করি।
ডিএমপি আগামী দিনগুলোতেও তাদের দায়িত্ব-কর্তব্যের মধ্য দিয়েই নগরীর মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নেবেন বলে আইজিপি আশা প্রকাশ করেন।
পুলিশ প্রধান তাঁর বক্তব্যের শুরুতে সকলকে মুজিব শতবর্ষের শুভেচ্ছা জানান। তিনি বিগত এক বছরে বিশেষ করে করোনাকালে সম্মুখযুদ্ধ হিসেবে ডিএমপির যেসব সদস্য জীবন উৎসর্গ করেছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন। যাঁরা বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে ১৯৭১ সালে এ রাজারবাগের ময়দান থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়েছেন, তিনি তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে বিশিষ্ট নাগরিক, সাবেক আইজিপি ও ডিএমপি কমিশনারগণ, সাবেক ও বর্তমান পুলিশ কর্মকর্তাগণ, কূটনীতিক, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।