ডিএসসিসিতে 'এ' প্লাস ক্যাম্পেইন শুরু ৪ জুন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় আগামী ৪ জুন থেকে শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এই ক্যাম্পেইন চলবে থেকে ৭ জুন পর্যন্ত। এসময় প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এক হাজার ৮২৭টি কেন্দ্রে খাওয়ানো হবে ক্যাপসুল।
আজ রোববার নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে ডিএসসিসি আয়োজিত কেন্দ্রীয় অ্যাডভোকেসি এবং সাংবাদিক ওরিয়েন্টেশন সভায় এ তথ্য জানানো হয়।
চার দিনব্যাপী ক্যাম্পেইনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ছয় থেকে ১১ মাস বয়সী ৭৮ হাজার ৪০৮ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (এক লাখ আইইউ) এবং ১২-৫৯ মাস বয়সী তিন লাখ ৮৬ হাজার ৯৩৫ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ (দুই লাখ আইইউ) ক্যাপসুল খাওয়ানো হবে।
ক্যাম্পেইনে তিন হাজার ৬৫৪ জন স্বেচ্ছাসেবক ও ১৫০ জন সুপারভাইজার থাকবেন।
সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির সভাপতিত্ব করেন।