ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সাংবাদিক ফজলে এলাহী আদালতে
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার এনটিভির রাঙামাটি জেলা করেসপনডেন্ট এবং স্থানীয় দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ফজলে এলাহীকে আদালতে নেওয়া হয়েছে। তাঁকে আজ বুধবার সকাল ৯টার দিকে জেলা ও দায়রা জজ আদালতে নেওয়া হয়।
রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ছাড়া জানা গেছে, আজ দুপুরে ফজলে এলাহীকে আদালতে তোলা হতে পারে।
ওসি কবির হোসেন এর আগে জানিয়েছিলেন, নাজনীন আনোয়ারের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ফজলে এলাহীকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, ফজলে এলাহীর বিরুদ্ধে ২০২১ সালে ডিসি পার্কের মালিকানা নিয়ে করা নিউজের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন সাবেক মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর মেয়ে নাজনীন আনোয়ার।