ডিসেম্বরের মধ্যে ৮০ থেকে ৯০ শতাংশ মানুষকে টিকা দেওয়া হবে : হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘এখন আর টিকা নিয়ে কোনো সমস্যা নেই, আগামী ডিসেম্বরের মধ্যেই দেশের ৮০ থেকে ৯০ শতাংশ মানুষের টিকা দেওয়া নিশ্চিত করা হবে।’
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কোভিড ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির করোনা সংকটে মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকে মাহবুব উল আলম হানিফ এসব কথা বলেন।
সব মানুষকে মাস্ক পরার বিষয়টি নিশ্চিত করতে হবে জানিয়ে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘করোনা মোকাবিলায় গ্রাম পর্যায়ে গঠিত কমিটির সঙ্গে সমন্বয় করে স্থানীয় প্রশাসন প্রত্যেকটা মানুষ যাতে বের হওয়ার সময় মাস্ক মুখে রাখে, এটা নিশ্চিত করতে হবে।’
‘করোনা চিকিৎসার জন্য যা যা সাপোর্ট দরকার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তা যথেষ্ট পরিমাণে আছে।’ যোগ করেন হানিফ ।
লকডাউন শিথিল করা প্রসঙ্গে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘সরকার জীবন ও জীবিকা সমন্বয় করে যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে। ঈদের পরের লকডাউন সর্বোচ্চ কঠোর হবে।’
এর আগে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনায় কোনো ক্রটি আছে কিনা তা ঘুরে ঘুরে দেখেন।
এ সময় কুষ্টিয়ার কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ, জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডা. এস এম মুসতানজিদ, করোনা ডেডিকেটেড জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন উপস্থিত ছিলেন।
এদিকে, এরই মধ্যে দায়িত্বে অবহেলা নজরদারি করতে হাসপাতালের করোনা ওয়ার্ডে সিসি ক্যামেরা বসানোর কাজ শেষ হয়েছে।