ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ঢাকার বাইরে শনাক্ত বেশি
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে একজন। এ সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ২২০ জন। এর মধ্যে ঢাকায় ১০৮ এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ১১২ জন ভর্তি হয়েছে। এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ২৬৭ জন।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯৯৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫১৪ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ৪৮০ জন রোগী।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ৬০ হাজার ৭৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরেছে ৫৯ হাজার ২৭৬ জন।