ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও এক জনের মৃত্যু হয়েছে। এই সময়ে চারজন নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় রয়েছে দুজন ও ঢাকার বাইরের দুজন।
আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতেএকজনের মৃত্যু হয়। এ নিয়ে এ বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছে। এরমধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৫ জন এবং অন্যান্য বিভাগে ১১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।
এদিকে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৬৯৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩৩৫ জন এবং ঢাকার বাইরে ৩৬৪ জন। অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৫৪ জন। এরমধ্যে ঢাকায় ৩১৪ জন ও ঢাকার বাইরে ৩৫০ জন।