ডেঙ্গুতে মৃত্যু ১, শনাক্ত ২২
দেশে গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে একজন মারা গেছে। এ সময়ে আক্রান্ত হয়ে ২২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় পাঁচজন ও ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ১৭ ভর্তি হয়েছে। চলতি বছরে মোট তিনজনের মৃত্যু হয়েছে।
আজ রোববার (১৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১২০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪৮ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ৭২ জন রোগী।
এদিকে, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৩৯৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ১৮৭ জন এবং ঢাকার বাইরে ২১১ জন চিকিৎসা নেয়। চলতি বছরে ডেঙ্গুতে সুস্থ হয়েছে ২৭৬ জন।