ডেঙ্গুতে শনাক্ত আরও ১৩
দেশে গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে কেউ মারা যায়নি। তবে, এ সময়ে আক্রান্ত হয়ে ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় নয়জন ও ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চারজন ভর্তি হয়েছে। চলতি বছরে মোট তিনজনের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪৭ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ৬৫ জন রোগী।
এদিকে, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৪১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ১৯৬ জন এবং ঢাকার বাইরে ২১৬ জন চিকিৎসা নেয়। চলতি বছরে ডেঙ্গুতে সুস্থ হয়েছে ২৯৭ জন।