ডেঙ্গু আক্রান্ত আরও ৬ জন হাসপাতালে
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময়ে কারও মৃত্যুও হয়নি। আজ শনিবার (২৫ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৪ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে আটজন রোগী।
এদিকে, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৮২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৪০৮ জন এবং ঢাকার বাইরে ৪১৭ জন চিকিৎসা নিয়েছে। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্তের পর সুস্থ হয়েছে ৭৯৪ জন, আর মারা গেছে ৯ জন।