ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৮
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে আরও আটজন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় রয়েছে তিনজন ও ঢাকার বাইরের পাঁচজন। এ সময়ে ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা ঘটেনি।
আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১১ জন এবং অন্যান্য বিভাগে ১০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।
এদিকে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৭০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩৩৮ জন এবং ঢাকার বাইরে ৩৭০ জন। অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৭৮ জন। এরমধ্যে ঢাকায় ৩২১ জন ও ঢাকার বাইরে ৩৫৭ জন। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।