ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জন হাসপাতালে ভর্তি
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মোট আটজন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে তিনজন ঢাকার, বাকি পাঁচজন অন্যান্য জেলার।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ৩২ জন এবং এদের মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ১৪ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি রোগী ১৮ জন।
১ জানুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ভর্তি রোগী ৭২৭ জন। এর মধ্যে ঢাকায় মোট ভর্তি রোগী ৩৪৭ জন। ঢাকার বাইরে ভর্তি রোগী ৩৮০ জন। এ পর্যন্ত মারা গেছে ৯ জন।