ডেঙ্গু শনাক্ত ৭, ঢাকার বাইরেই ৬ জন
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাতজন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে একজন ঢাকার, বাকি ছয়জনই ঢাকার বাইরের। তবে, এ সময়ে কারও মৃত্যুও হয়নি। আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৫ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৪ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ১১ জন রোগী।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ৯২০ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭২ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন ৪৪৮ জন।
অন্যদিকে, ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৮৫ জন। তাদের মধ্যে ঢাকায় ৪৫১ জন ও ঢাকার বাইরে ৪৩৪ জন।