ড. আকবর আলি খান স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় শোকসভা
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খান স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ড. আকবর আলির নিজ গ্রাম রসুল্লাবাদে এই শোকসভা অনুষ্ঠিত হয়।
রসুল্লাবাদ ইউ এ খান উচ্চ বিদ্যালয় পুনর্মিলনী উদযাপন কমিটির আয়োজনে এই শোকসভা ও দোয়া মাহফিলে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সদস্য সচিব হাসান জাবেদ। তিনি ড. আকবর আলি খানের কর্মময় জীবনের নানান দিক তুলে ধরেন।
এতে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান ও উদযাপন কমিটির সদস্য খন্দকার মনির হোসেন। বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম ও গিয়াস উদ্দিন মাস্টার।
শোক সভায় বক্তারা বলেন ড. আকবর আলি খান ছিলেন দেশের সম্পদ। কর্মময় জীবনে সর্বক্ষেত্রেই কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন গুণী এই ব্যক্তি। তিনি সততা, ন্যায়পরায়ণতা ও নিরপেক্ষতার যে নজির রেখে গেছেন, তা যদি সবাই মনে প্রাণে লালনপালন করে, তাহলে দেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব।
দোয়া মাহফিলে শত শত লোক অংশ নেন। তারা ড. আকবর আলি খানের রুহের মাগফেরাত কামনা করেন।