ঢাকার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না কয়েকদিন
রাজধানীর মানিকনগর, আইজিগেট, শ্যামপুর উপকেন্দ্রের বার্ষিক সংরক্ষণ কাজের জন্য বিভিন্ন এলাকায় আগামী কয়েকদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। আজ বুধবার ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল ২৪ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢালকানগর, দীন নাথ রোড, হরিচরণ রায় রোড, সতীশ সরকার রোড, গেন্ডারিয়া, হেমেন্দ্র দাস রোড, ঋষিকেশ দাস রোড, আর এম দাস রোড, মহনীমোহন দাস লেন, ফরাসগঞ্জ রোড, ফরাসগঞ্জ লেন, কাগজিটোলা, ফরাসগঞ্জ নতুন রাস্তা, দয়াগঞ্জ মোড় থেকে স্বামীবাগ শহীদ ফারুক রোড পর্যন্ত, লালমোহন শাহ পোদ্দার লেন, ঋষিকেশ দাস রোড, বানিয়া নগর, ৫ ভাই ঘাট লেন, কাজী আব্দুর রব রোড, হাজী আব্দুল মজিদ লেন, রকনপুর ১ম ও ৩য় লেন, নাসির উদ্দিন সরদার রোড, নন্দলালদত্ত লেন, জনসন রোড পূর্ব সাইড এবং সংলগ্ন এলাকাসমূহ।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আগামী ২৬ ডিসেম্বর পূর্ব কদমতলী, মুন্সিবাগ, দৌলতপুর, নামাশ্যামপুর, মুহাম্মদ বাগ, মেরাজনগর, ২৪ ফুট ভূতের বাড়ি ও মাদ্রাসা রোড এলাকা, মুন্সিখোলা, হাসান স্টিল, অটবি, পাকিজা ডাইং অ্যান্ড প্রিন্টিং, শিফাডাইং, রফিক টেক্সটাইল, আলম টেক্সটাইল, আইভি টেক্সটাইল, সানোয়ার ইন্ডাস্ট্রিজ, বাহারডাইং, ইমাম ডাইং, শাহীন কেবলস এবং সংলগ্ন এলাকাসমূহ।
২৮ ডিসেম্বর শাহরিয়ার স্টিল এক্সপ্রেস ফিডার এবং ৩৩ কেভি জহির স্টিল এক্সপ্রেস ফিডার।
৩০ ডিসেম্বর রসুলপুর উত্তর ও দক্ষিণ এলাকা, বৈরাগী বাড়ী, বউ বাজার এবং সংলগ্ন এলাকাসমূহ।
৮ জানুয়ারি মতিঝিল-১, মুগদাপাড়া হাসপাতাল-১, ১০/১৪ এমভিএ ট্রান্সফরমার ও কাজলা-১ ফিডারের আওতাধীন এলাকা লোডশেডিংয়ের মাধ্যমে চালু থাকবে।
৯ জানুয়ারী মতিঝিল-২, মুগদাপাড়া হাসপাতাল-২, খিলগাঁও, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, কাজলা-২ ফিডারের আওতাধীন এলাকা লোডশেডিংয়ের মাধ্যমে চালু থাকবে।