ঢাকায় অনুমোদনহীন বাস চলতে পারবে না : মেয়র তাপস
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ঢাকা শহরে অনুমোদনহীন কোনো বাস চলতে পারবে না।
আজ রোববার রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা নগর পরিবহণ বাস রুটের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মেয়র তাপস। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সচিবালয় থেকে এ অনুষ্ঠানে যোগ দিয়ে ‘ঢাকা নগর পরিবহণ’ নামে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের উদ্বোধন করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মেয়র তাপস বলেন, কিছু বাসের মালিক এক রুটের জন্য অনুমোদন নিয়ে অন্য রুটে বাস চালাচ্ছেন। আমরা এটা হতে দেব না। যেসব বাস যে রুটের জন্য পারমিট নেওয়া হয়েছে সেই রুটেই চালাতে হবে। এক রুটের জন্য অনুমোদন নিয়ে অন্য রুটে চালাতে পারবে না। যেসব বাসের কোনো রুট পারমিট নেই, সেগুলো সড়ক থেকে সরিয়ে ফেলতে হবে।
ডিএসসিসি মেয়র আরও বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আনিসুল হক বাস রুট রেশনালাইজেশনের মাধ্যমে বাস পরিচালনার স্বপ্ন দেখেছিলেন। আমরা দুই মেয়র সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি। এ রুটে কোনো অসুস্থ প্রতিযোগিতা থাকবে না, সুনির্দিষ্ট জায়গায় যাত্রী তোলা হবে। ঢাকাবাসীর কাছে আমার অনুরোধ, আপনারা সুশৃঙ্খলভাবে নির্দিষ্ট জায়গা থেকে বাসে উঠবেন।
কেরানীগঞ্জের ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ পর্যন্ত প্রায় ২১ কিলোমিটারের রুটে বিআরটিসির বাসের পাশাপাশি সবুজ রঙের বাস নিয়ে ‘ঢাকা নগর পরিবহণ’ যাত্রা শুরু করছে। এরই মধ্যে বাসগুলো প্রস্তুত করা হয়েছে। প্রাথমিকভাবে ৫০টি বাস এ রুটে চলবে। পরে ১০০টিতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে এবং ২০২৩ সালের মধ্যে পুরো ঢাকা শহরে এ সেবা চালু করার লক্ষ্যমাত্রা রয়েছে।
ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত প্রায় ২১ কিলোমিটারের এ রুটে প্রতি কিলোমিটারে যাতায়াত ভাড়া পড়বে দুই টাকা ২০ পয়সা।
এর আগে গত ৫ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কার্যালয় নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, নগরের সড়কে শৃঙ্খলা ফেরাতে গত এক বছর আমরা অক্লান্ত পরিশ্রম করেছি। এখন আমরা লক্ষ্য পূরণের কাছাকাছি আছি। ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত একটি পাইলটিং রুট নির্ধারণ করেছি। বাসগুলো জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে পরিচালিত হবে। পরে পুরো ঢাকায় কয়েকটি কোম্পানির মাধ্যমে বাস চলবে।