ঢাকায় গণপরিবহণে শৃঙ্খলা ফিরবে : মেয়র তাপস
ঢাকা শহরের পুরো গণপরিবহণে শৃঙ্খলা ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আজ বুধবার নগরীর ধানমন্ডির শংকরে সাপ্তাহিক নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে পথচারী পারাপার সেতুর উদ্বোধন শেষে মেয়র এ কথা বলেন।
এ সময় শেখ তাপস বলেন, আমরা আশা করছি, আগামী ২৬ ডিসেম্বর থেকে এই যাত্রাপথে সূচনার মাধ্যমে ঢাকা শহরের পুরো গণপরিবহণে একটি শৃঙ্খলা ফিরে আসা শুরু করবে। আমাদের যেসব অবকাঠামো উন্নয়ন প্রয়োজন ছিল, উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন মিলে আমরা সে কাজগুলো সম্পন্ন করছি। আশা করি, আগামী ২০২২ সালের মাধ্যেই এর পূর্ণ বাস্তবায়ন হলে ঢাকাবাসী এর যথাযথ সুফল পাবে।
মেয়র আরও বলেন, আমি ঢাকাবাসীকে অনুরোধ করব, আমরা পথচারী সেতুসহ যেসব অবকাঠামোগুলো নির্মাণ করি, রাস্তা পারাপারে সেগুলো যেন ব্যবহার করা হয়। আমরা এরই মধ্যে উদ্যোগ করেছি, আমাদের সব চৌরাস্তাগুলো নিয়ে যানচলাচল ব্যবস্থাপনাকে আধুনিক এবং স্বয়ংক্রিয় করার উদ্যোগ গ্রহণ করেছি। পথচারী পারাপারের সুনির্দিষ্ট যে জেব্রা ক্রসিং সেগুলোও আমরা নতুন করে করে দিচ্ছি। সুতরাং, সুনির্দিষ্ট পথচারী পারাপারে যে জায়গাগুলো সেগুলো ব্যবহার করে, যত্রতত্র যেন রাস্তার ওপর না আসে, রাস্তার ওপর দিয়ে যেন না হাঁটে। এগুলো করলে কিন্তু আসলে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং দুর্ঘটনা কবলিত হয়।