ঢাকায় সমাবেশ সফলে বিএনপি নেতা ইশরাক হোসেনের জনসংযোগ
ঢাকা জোন-৬ এর দলের সমাবেশ উপলক্ষে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জনসংযোগ করেছেন।
রাজধানীতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামী শুক্রবার ঢাকা জোন-৬ এর সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সমাবেশে ঘিরে হাজার হাজার মানুষের জমায়েতের পরিকল্পনা রয়েছে।
বিদ্যুতের নজরবিহীন লোডশেডিং, জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি এবং গণপরিবহণের ভাড়া বৃদ্ধি ও ভোলায় আব্দুর রহিম ও নারায়ণগঞ্জে শাওন হত্যার প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
আজ বুধবার সকাল থেকে রাজধানীর জজকোর্ট, ধোলাইখাল, রায়সাহেব বাজার, বেগমগঞ্জ নূর মসজিদসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে জনসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন ইশরাক হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা বারের সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক খুরশীদ আলম, অ্যাডভোকেট সুরুজ আলী, অ্যাডভোকেট ফয়েজ আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাব্বির আহমেদ আরিফ, ওয়ারি বিএনপির সাবেক সভাপতি লিয়াকত আলী, সূত্রাপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ আজিজ, সাবেক সাংগঠনিক সম্পাদক আকতার হোসেনসহ শতাধিক নেতাকর্মী।
আগামী শুক্রবার বিকেল ৩টায় ধোলাইখালের কাজী কমিউনিটি সেন্টারর সামনে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি থাকবেন স্থায়ী কমিটির আরেক সদস্য বেগম সেলিমা রহমান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু প্রমুখ।