ঢাকায় ৫ বছর আগে নিখোঁজ গৃহকর্মী শেরপুর থেকে উদ্ধার
পাঁচ বছর আগে ঢাকা থেকে নিখোঁজ গৃহকর্মী ইমনাকে (১৩) শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে ইমনাকে ঢাকা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যদের হাতে তুলে দেয় ঝিনাইগাতী থানা পুলিশ।
নিখোঁজ ইমনাবিষয়ক মামলাটির তদন্ত করছিল ঢাকা দক্ষিণের পিবিআই। ঢাকার বনশ্রী থেকেই নিখোঁজ হয় সে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়েজুর রহমান বলেন, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দরিদ্র রিকশাচালক নুরু মিয়া তার মেয়ে ইমনাকে ঢাকায় গৃহকর্মী হিসেবে কাজ করতে দেয়। বনশ্রীতে উত্তরা ব্যাংকের কর্মকর্তা কাজী সাইদুর রহমান চয়নের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত সে। প্রায় পাঁচ বছর আগে ইমনা ওই বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয়।
ইমনার নিখোঁজের ঘটনায় তার মা শেফালী বাদী হয়ে ইমনার গৃহকর্তা সাইদুর রহমানের বিরুদ্ধে মানব পাচারের মামলা করেন। ইমনা নিখোঁজের বিষয়ে তদন্ত করতে গিয়ে পুলিশ সিসিটিভির ফুটেজে দেখতে পায়, সে একাই রিকশায় করে বেরিয়ে গেছে। এই ঘটনার তদন্তভার দেওয়া হয় ঢাকা দক্ষিণের পিবিআইকে।
ঝিনাইগাতী থানার ওসি ফায়েজুর রহমান জানান, গজনী অবকাশ কেন্দ্রে স্থানীয়দের মাধ্যমে আমরা ইমনার খোঁজ পাই। তাকে জিজ্ঞাসাবাদে প্রথমে অসংলগ্ন উত্তর দিলেও পরে সে সব কথা জানায়। আমরা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার ওসির মাধ্যমে ইমনার বাবার সঙ্গে যোগাযোগ করি। পরে তার মা-বাবা দুজনকেই পেয়ে যাই। একই সঙ্গে আমরা পিবিআইকে বিষয়টি জানাই।
অপর দিকে ইমনার মা শেফালী জানান, মেয়েকে ফিরে পেয়ে তিনি খুশি। দীর্ঘদিন মামলা চালাতে গিয়ে তিনিও ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এদিকে ইমনার সাবেক গৃহকর্তা সাইদুর রহমান জানান, দীর্ঘদিন মামলা চালাতে গিয়ে তিনি নিজেও সর্বস্বান্ত। ইমনার গৃহত্যাগে যদি কারো ইন্ধন থাকে, তবে তার বিচার ও শাস্তি দাবি করেন তিনি।