ঢাকা ও রংপুরের চিড়িয়াখানা খুলছে শুক্রবার
করোনাভাইরাসের কারণে দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর আগামীকাল শুক্রবার থেকে রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানা খুলে দেওয়া হচ্ছে। একইসঙ্গে খুলছে রংপুরের চিড়িয়াখানাও। তবে দর্শনার্থীদের অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে।
আজ বৃহস্পতিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘আগামীকাল ২৭ আগস্ট-২০২১ তারিখ থেকে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক ঢাকার মিরপুরস্থ বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।’
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে দীর্ঘ প্রায় চার মাস ধরে বন্ধ রয়েছে দেশের চিড়িয়াখানাগুলো। এর মধ্যে সরকারি নির্দেশে, গত ১৯ আগস্ট থেকে দেশের সুন্দরবন ছাড়া সব পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে।
গত ১৬ আগস্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছিল, সবকিছু ঠিক থাকলে ১৯ আগস্ট থেকেই তারা চিড়িয়াখানা খুলে দিবে। কিন্তু সেসময় আর খোলা হয়নি। এক সপ্তাহ পর সেই খোলার সিদ্ধান্ত এলো।