ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ এই যানজটে আটকা পড়ে আছে শত শত যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালক। সড়কে দুর্ঘটনা ও গাড়ি বিকল হওয়ায় এ অবস্থা হয়েছে বলে দাবি পুলিশের।
মহাসড়কের কালিহাতি উপজেলার সল্লা এলাকায় বঙ্গবন্ধুসেতুর পূর্ব পার থেকে রাবনা বাইপাস পর্যন্ত যানজট রয়েছে। যানজটে আটকা পড়ে আছে কাঁচা মালবাহী ট্রাকও। নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাতে না পারলে মালামাল নষ্ট হওয়ার শঙ্কায় আছেন ব্যবসায়ীরা।
ঢাকা টাঙ্গাইল মহাসড়কের হাইওয়ে পুলিশ জানায়, ভোর রাতে মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় একটি ট্রাক ও কাভাডভ্যানের সংঘর্ষ হয়। অন্যদিকে, ভাবলা এলাকায় ৩ নম্বর ব্রিজের ওপর একটি বালু ভর্তি ট্রাক বিকল হয়ে যায়। এতে এই যানজটের সৃষ্টি হয়।
পুলিশ আরও জানায়, মহাসড়কের কর্তব্যরত হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছে। দ্রুত এই যানজট নিরসন হবে।