ঢাকা মহানগর ছাত্রদলের চার কমিটি বিলুপ্ত ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমের বিদ্যমান পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে। বর্তমান কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল আজ বুধবার এক সাংগঠনিক কার্যনির্বাহী সভায় এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
ছাত্রদলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আজিহুল হক সোহেল সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশনেত্রী খালেদা জিয়ার চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন-সংগ্রামে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা মতে, ছাত্রদলের প্রতিটি ইউনিটকে সুশৃঙ্খল, সুসংগঠিত ও গতিশীল করে গড়ে তোলার অভিপ্রায়ে আগামী ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট ইউনিটের নেতাকর্মীদের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে বিলুপ্ত ইউনিট সমূহের নতুন কমিটি গঠন করা হবে।
ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ বলেন, ‘ছাত্রদলকে গতিশীল করতে আমাদের অভিভাবক তারেক রহমানের নির্দেশনায় মহানগর ছাত্রদলকে পুনর্গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে ছাত্রদল ঢাকা মহানগর কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এক মাসের মধ্যে নতুন কমিটি গঠন করা হবে।’