ঢাকা মেডিকেলের নতুন ভবনে আগুন, ২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের চার তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার (৫ জানুয়ারি) বিকেল ৩টা ৩ মিনিটে হাসপাতালে নতুন ভবনের ডায়ালাইসিস ইউনিট বিভাগের প্রবেশ পথের মুখে থাকা এসি থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ইউনিটের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।
খালেদা ইয়াসমিন বলেন, ‘তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে দুটি ইউনিট যায়। আগুন নিয়ন্ত্রণ আসে ৩টা ১২ মিনিটে। অগ্নিকাণ্ডে হতাহতে কোনো খবর পাওয়া যায়নি। এ সময় ইউনিটটির ভেতরে রোগীদের ডায়ালাইসিস চলছিল।’
এসির বাইরের অংশ জানালার সঙ্গে থাকায় ও তার নিচে পুরাতন কাপড়ের স্তূপ থাকায় এসি মেশিনে আগুন ছড়িয়ে পড়ে বলে জানান খালেদা ইয়াসমিন।
জানা যায়, হাসপাতালের নতুন ভবনে আগুন লাগার খবর পুরা হাসপাতালে ছড়িয়ে পড়লে শত শত রোগী নিচে নেমে আসেন। যারা হাঁটতে পারে না, তাদের স্বজনরা রোগীদের কোলে নিয়ে কাঁদতে কাঁদতে হাসপাতালের নিচে নামেন।