ঢাবিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে দেশজুড়ে ছাত্রদলের বিক্ষোভ কাল
বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘শাহাদাত বার্ষিকী’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে অসহায়দের খাবার ও শিক্ষাসামগ্রী বিতরণ কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ডেকেছে ছাত্রদল।
মঙ্গলবার দিবাগত রাতে ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাবির টিএসসি চত্বরে ছাত্রদলের সভাপতি রহমান খোকন এবং অন্যান্য নেতৃবৃন্দের ওপর ছাত্রলীগের বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে এই প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল।
গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে দুঃস্থ ও অসহায়দের মধ্যে খাবার বিতরণ কর্মসূচির শুরুতেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন এবং তাঁর সঙ্গে থাকা নেতাদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে শ্যামলসহ অন্তত ২০ জন আহত হয়।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সংগঠনটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বৃহস্পতিবার (৩ জুন) দেশের সব জেলা ও উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।