ঢাবিতে ১৪ ফেব্রুয়ারিকে বিশ্ব সিঙ্গেল দিবস ঘোষণা
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভালোবাসা দিবস উপলক্ষে যখন প্রেমিক-প্রেমিকায় ভরপুর ঠিক তখনই প্রেমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ১৪ ফেব্রুয়ারিকে ভালোবাসা দিবসের পরিবর্তে বিশ্ব সিঙ্গেল দিবস ঘোষণা করেছে একদল শিক্ষার্থী।
আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ঢাবির টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে বাংলাদেশ সিঙ্গেল সংগ্রাম পরিষদ ঢাবি শাখার নেতাকর্মীরা এ ঘোষণা দেন।
এর আগে তারা বিশ্ববিদ্যালয়ের কলাভবনস্থ অপরাজেয় বাংলা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে টিএসসিতে এসে শেষ করেন।
সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ সিঙ্গেল সংগ্রাম পরিষদ ঢাবি শাখার সভাপতি আবির হোসেন গিয়াস বলেন, ‘পুঁজিবাদী প্রেমের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার। যেকোনো মূল্যে পুঁজিবাদী প্রেমকে এই ক্যাম্পাসে প্রতিহত করা হবে। প্রেমের নামে প্রতারণা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এজন্য আমরা এই ১৪ ফেব্রুয়ারির কথিত ভালোবাসা দিবসকে বিশ্ব সিঙ্গেল দিবস হিসেবে ঘোষণা করলাম।’
এদিকে, সিঙ্গেল সংগ্রাম পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন খোকা বলেন, ‘প্রেমের নামে এখন ছেলেদের বঞ্চিত ও প্রতাড়িত করা হয়। এ থেকে বাঁচার উপায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। প্রেম-ভালোবাসা বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। প্রেমের নামে ছেলেদের পকেট কাটা হচ্ছে, রেস্টুরেন্টে নিয়ে ফতুর করে দেওয়া হচ্ছে।’