ঢামেকে কোভিড টিকা দেওয়া হচ্ছে চীনা নাগরিকদের
চীন থেকে পাওয়া উপহারের টিকা থেকে ৪৫৬ জন চীনা নাগরিককে টিকা দিচ্ছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। আজ শনিবার থেকে শুরু করে আগামীকাল রোববার পর্যন্ত এই টিকা দেওয়া হবে।
শনিবার দুপুরে বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।
নাজমুল হক বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা নির্দেশনা পেয়েছি ৪৫৬ জন চীনা নাগরিককে চীন থেকে পাওয়া টিকা দিতে হবে। আজ শুরু হয়েছে টিকাদান কর্মসূচি, আগামীকাল শেষ করব।’
শনিবার সকাল থেকে হাসপাতালের জরুরি বিভাগের আন্ডারগ্রাউন্ডের টিকাদান বুথে শুরু হয় এ টিকা কার্যক্রম। আগামীকালও একই স্থানে টিকা দেওয়া হবে।
তবে এই টিকা আর কাউকে দেওয়া হবে কি না, তা জানাতে পারেননি ঢামেক পরিচালক। নাজমুল হক বলেন, ‘এরপর কাদের টিকা দেওয়া হবে, সে ব্যাপারে আমরা কোনো নির্দেশনা পাইনি। নির্দেশনা অনুযায়ী পরের কার্যক্রম পরিচালনা করা হবে।’