তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আ.লীগের খেলা শেষ : মির্জা আব্বাস
খেলা শুরু হয়ে গেছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগের খেলা শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে আজ শুক্রবার (১৯ মে) বিকেলে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এ মন্তব্য করেন।
মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগ বলে খেলা হবে, খেলা তো শুরু হয়ে গেছে। এই খেলাটা দেখতে চাই। আমরা রেফারি হয়ে বসে থাকব না। আপনাদের খেলায় অংশগ্রহণও করব না। আপনারা খুনাখুনি রক্তাক্ত করেছেন—আমরা সেটাও করব না। বিএনপি কোনো সংঘাতের দিকে যাবে না। আমরা এই খেলায় দূরে থেকে অংশগ্রহণ করব। বিএনপি নির্বাচনে যাবে—আওয়ামী লীগ কেন যেকোনো বড় দল আসুক, আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি ফ্রেশ, ফেয়ার, ফ্রি ইলেকশন চাই। সেই ইলেকশনে খেলার পরিণতি শেষ হয়ে যাবে আওয়ামী লীগের।
মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে সামাবেশে বক্তব্য দেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির, জেলা বিএনপির আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন ও মহানগর বিএনপির সদস্য সচিব আবুল ইউসুফ খান টিপু প্রমুখ।
শিল্পমন্ত্রীর কামাল মজুমদারের কথা উল্লেখ করে আব্বাস বলেন, ‘শেয়ার বাজার লুট করেছেন যাঁরা তাঁরা আজকে খুব প্রভাবশালী। বাণিজ্যমন্ত্রী, অর্থমন্ত্রী দুজনে একটি সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়াচ্ছেন—এ কথা আমি মির্জা আব্বাস বলছি না। যারা করেছে তারাও সরকারের মন্ত্রী। যিনি বলেছেন তিনিও সরকারের মন্ত্রী।’
মির্জা আব্বাস আরও বলেন, ‘এই দেশের জনগণ এই সরকারের লুটপাটে আজকে অস্থির। এই দেশের জনগণ এই লুটপাটের কারণে দারিদ্র্য সীমার নিচে চলে গেছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ঠেকানো যায়নি। বিএনপি বারবার প্রতিবাদ করে আসছে সরকারের বোধোদয় হয়নি। এখন আবার গ্যাস-বিদ্যুতের দাম বাড়াচ্ছে।’
এ সময় মির্জা আব্বাস বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানসহ সব নেতাকর্মীর মুক্তি দাবি করেন।