তারেক রহমান ও ডা. জোবাইদাকে গ্রেপ্তারে পরোয়ানা
অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান এই আদেশ দেন।
দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বিষয়টি নিশ্চিত করে বলেন, এ আদালতে আজ অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য ছিল। বিচারক মামলার অভিযোগপত্র গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। এছাড়া গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেছেন বিচারক।
মামলার বিবরণে জানা যায়, ঘোষিত আয়ের বাইরে চার কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান ও শাশুড়ি ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলা করে দুদক।
পরে একই বছরে জোবাইদা রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেছিলেন হাইকোর্ট। ওই রুলের দীর্ঘ শুনানি শেষে ২০১৭ সালে রায় দেন হাইকোর্ট।