তালিকা পাঠান, অভিযুক্তদের নিয়ে জেলে চলে যাব : বাবুনগরী
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরী সরকারের উদ্দেশে বলেছেন, ‘দেশের নিম্নআয়ের মানুষকে আর হয়রানি ও কষ্ট না দিয়ে আমার কাছে তালিকাটা (হেফাজতে নেতাদের) পাঠান, আমি অভিযুক্তদের নিয়ে শান্তিপূর্ণভাবে জেলে চলে যাব। একজন পুলিশও পাঠাতে হবে না। এর বিনিময়ে আপনারা লকডাউন তুলে নিন।’
আজ বৃহস্পতিবার হেফাজতে ইসলামের আমিরের ব্যক্তিগত সহকারী মাওলানা ইনআমুল হাসান ফারুকী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাবুনগরী এ আহ্বান জানান।
জুনায়েদ বাবুনগরী বলেন, ‘গণপ্রতিরোধ ও প্রতিবাদ ছাড়া সহজে আলেম ওলামাদের গ্রেপ্তারের জন্য লকডাউন আরও এক সাপ্তাহ বাড়িয়ে সরকার সমগ্র দেশবাসীকে কষ্ট দিচ্ছে।’
সরকারের প্রতি অনুরোধ জানিয়ে হেফাজতে ইসলামের আমির বলেন, ‘লকডাউনের অজুহাতে জোর-জবরদস্তি করে যেসব মাদরাসা ও হেফজখানা বন্ধ করে কোরআন-হাদিসের চর্চা বন্ধ করে দিয়েছেন, এগুলো খুলে দিন। যাতে কোরআন-হাদিসের ব্যাপক চর্চার বরকতে দেশের ওপর আল্লাহর রহমত নাজিল হয়।’
রমজানে আলেম-ওলামা ও তৌহিদি জনতার ওপর জুলুম-নির্যাতন বন্ধ করার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির।
দেশবাসীর উদ্দেশে বাবুনগরী বলেন, “হেফাজতে ইসলামের আন্দোলন সব সময়ই শান্তিপূর্ণ ছিল এবং ভবিষতেও তাই থাকবে। বিক্ষোভ ও প্রতিবাদ করা দেশবাসীর সাংবিধানিক অধিকার। কোনো সরকারই জনগণের এই মৌলিক অধিকার কেড়ে নিতে পারে না। কথিত ‘তাণ্ডব ও ভাঙচুর’-এর অভিযোগে সারা দেশে গত আট বছরে যত মামলা হয়েছে, তার সবই অবৈধ, ষড়যন্ত্রমূলক ও মিথ্যা। বিনা শর্তে ষড়যন্ত্রমূলক এসব মিথ্যা মামলা বাতিল করুন, কারাবন্দি সব আলেম-ওলামাদের মুক্তি দিন।”