তাড়াশে প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, তদন্ত কমিটি গঠন
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বিএডিসির পানাসি প্রকল্পের উপসহকারী প্রকৌশলী ইমাম হোসেনের বিরুদ্ধে বৈদ্যুতিক সেচ যন্ত্রের লাইসেন্স দিতে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আবু হানিফ নামের এক কৃষক কৃষিমন্ত্রী, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর অভিযোগ দেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলার গুড়মা গ্রামের আবু হানিফ বৈদ্যুতিক সেচযন্ত্রের সংযোগ লাইসেন্সের জন্য গত ৬ জানুয়ারি উপজেলা সেচ কমিটি বরাবর আবেদন করেন। সংযোগ পেতে হলে টাকা দিতে হবে বলে জানান উপসহকারী প্রকৌশলী। এরপর কৃষক আবু হানিফ প্রথম দফায় প্রকৌশলীর মোবাইলের বিকাশে ছয় হাজার ১২৫ টাকা ও দ্বিতীয় দফায় তিনজন সাক্ষীর সামনে আরও ৩০ হাজার টাকা দেন। পরে সেচযন্ত্রের জন্য রিমান্ড চার্জ জমা দেওয়ার জন্য চিঠি দিলে কৃষক আবু হানিফ রিমান্ড চার্জও জমা দেন। এতে পল্লীবিদ্যুৎ থেকে সেচ সংযোগের জন্য বৈদ্যুতিক লাইনও নির্মাণ করে। এ অবস্থায় ইমাম হোসেন আরও ৫০ হাজার টাকা দাবি করে। দাবিকৃত টাকা না দিলে সংযোগ দেওয়া হবে না বলে জানিয়ে দেন।
এ ঘটনায় কৃষক আবু হানিফ কৃষিমন্ত্রী, জেলা প্রশাসক ও ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ বিষয়ে ইউএনও মেজবাউল করিম বলেন, ‘কৃষক আবু হানিফের অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপসহকারী প্রকৌশলী ইমাম হোসেনের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’