তিন দিন পর করোনায় শিশু ও বৃদ্ধের মৃত্যু
নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দুজন মারা গেছে। তবে, গত তিনদিন করোনায় মৃত্যুশূন্য ছিল বাংলাদেশ। এ সময়ে নতুন করে ১০৮ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫০ হাজার ৪৬৫ জন। আর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ১১৪ জনে।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৪৫৯ জন। এ নিয়ে দেশে মোট ১৮ লাখ ৬৮ হাজার ৬২০ জন করোনা থেকে সুস্থ হল। দৈনিক শনাক্তের হার এক দশমিক ১৬ শতাংশ। আজ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ২৪ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৭৮টি ল্যাবে ৯ হাজার ২৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। মোট নমুনা সংগ্রহ করা হয় ৯ হাজার ৩২২টি।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের একজন নারী, অপরজন পুরুষ। একজনের বয়স ১০ বছরের কম, অপরজনের বয়স ১০ বছরের বেশি। এদের একজন ঢাকা বিভাগের, অপরজন চট্টগ্রাম বিভাগের।
উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।