তিন বছরের মধ্যে চট্টগ্রাম বন্দর অন্য রূপে দেখা যাবে : প্রতিমন্ত্রী
নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী তিন বছরের মধ্যে চট্টগ্রাম বন্দর অন্য রূপে দেখা যাবে। আজ রোববার বন্দর উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের সামনে বেশ কিছু উন্নয়নকাজের কথা তুলে ধরেন তিনি।
বেলা ১১টায় বন্দর ভবনে অনুষ্ঠিত উপদেষ্টা কমিটির সদস্যরা চলমান উন্নয়নকাজ নিয়ে আলোচনা শুরু করেন। ২০১৯ সালের ৪ সেপ্টেম্বরের পর এটি ছিল উপদেষ্টা কমিটির ১৪তম সভা।
রুদ্ধদ্বার সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী। এ সময় তিনি চট্টগ্রাম বন্দরের সক্ষমতা, কর্ণফুলী নদীর নাব্যতা বাড়ানোর উদ্যোগ ও বে টার্মিনাল বাস্তবায়ন প্রক্রিয়ার কথা উল্লেখ করে তিন বছরের মধ্যে চট্টগ্রাম বন্দরের চিত্র অন্য রকম হবে বলে জানান।