তিন হাসপাতালে ফাইজারের টিকা, নিবন্ধিতদের অগ্রাধিকার
রাজধানীর তিন হাসপাতালে আগামীকাল সোমবার থেকে দেওয়া হবে ফাইজারের টিকা। এর মধ্যে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত অনলাইন বুলেটিনে অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও টিকা বিতরণ কমিটির সদস্য অধ্যাপক ডা. শামসুল হক এই তথ্য জানিয়েছেন।
শামসুল হক বলেন, ‘ফাইজারের টিকার তাপমাত্রা সেনসিটিভ। তাই আমরা প্রাথমিকভাবে ঢাকা শহরের তিনটি হাসপাতালে এই ভ্যাকসিনটি দেব। আমাদের সিদ্ধান্ত হয়েছে যে, এই তিনটি হাসপাতালে ফার্স্টরান চালু হবে। সেখানে প্রতিটি কেন্দ্রে গড়ে ১২০ জন মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে।’
যারা আগে নিবন্ধন করেছেন তারা এখানে ভ্যাকসিন নিতে আসতে পারবেন বলেও জানান টিকা বিতরণ কমিটির এই সদস্য। তিনি বলেন, ‘এই হাসপাতালগুলোকে কেন্দ্র হিসেবে বেছে নিয়ে যারা রেজিস্ট্রেশন করেছিলেন; কিন্তু টিকা নেননি কিংবা পাননি তাদেরকে এই ভ্যাকসিন দেওয়া হবে। সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। এটি হচ্ছে প্রথম রান।’
শামসুল হক আরও বলেন, 'এদেরকে ফাইজারের টিকা দেওয়ার পর সাত থেকে ১০ দিন পর ফাইজারের টিকার নিয়মিত কর্মসূচি শুরু করতে পারব বলে আশা করি। তখন আমরা জাতীয় সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাকসিনের কার্যক্রমকে আরও বর্ধিত করতে পারব। আশা করি, তখন ঢাকার আরও কয়েকটি সেন্টারে সেটি চালু হবে।’
গত ৩১ মে মধ্যরাতের দিকে কোভ্যাক্স ফ্যাসিলিটির আওতায় ফাইজারের এক লাখ ৬০২ ডোজ টিকা ঢাকায় পৌঁছে। এর আগে ২৭ মে দেশে ফাইজার বায়োএনটেক উৎপাদিত কোভিড-১৯ টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয় সরকার।