তুরাগে নৌকাডুবিতে চার শিশুসহ পাঁচজনের লাশ উদ্ধার
রাজধানীর গাবতলীর তুরাগ নদে নৌকাডুবির ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সবশেষ এক কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। এ নিয়ে চার শিশুসহ এক নারীর লাশ উদ্ধার করা হলো।
আজ শনিবার বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবুল বাসার এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘একটু আগেই এক কন্যাশিশুর লাশ উদ্ধার করা গেছে। এখনও দুজন নিখোঁজ রয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তাদের খুঁজে বের করার চেষ্টা করছি।’
এর আগে বিকেল পৌনে ৪টার দিকে এক শিশুর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। তারও আগে দুপুর ১২টার দিকে দুই শিশুসহ এক নারীর লাশ উদ্ধার করা হয়।
আবুল বাসার বলেন, ‘আমিনবাজার থেকে ১৮ যাত্রী একটি কাঠের নৌকায় করে গাবতলী আসছিলেন। তাঁদের বেশির ভাগই দিনমজুর। মাঝপথে তুরাগ নদে নৌকাটি ডুবে গেলে ১১ জন সাঁতরে পাড়ে চলে আসেন।’
আবুল বাসার আরও বলেন, ‘ঘটনাটি ভোরে ঘটলেও ফায়ার সার্ভিস খবর পায় সকাল ৮টা ৫০ মিনিটে। আমাদের ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করছে। ঘটনাটি কেন ঘটেছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।’
এদিকে কোস্ট গার্ড থেকে জানানো হয়েছে, তুরাগ নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধার অভিযানে যোগ দিয়েছে তাদের ডুবুরি দল।