তুরাগে নৌকাডুবিতে নিহত বেড়ে ৬
রাজধানীর গাবতলীর তুরাগ নদে নৌকাডুবির ঘটনায় আরও এক নারীর (৩০) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও একজন। এখনও উদ্ধারকাজ চলমান রয়েছে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এবং জনসংযোগ বিভাগের কর্মকর্তা মো. রায়হান আজ সোমবার এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত শনিবার ভোর ৫টার দিকে এ নৌকাডুবির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চার শিশু ও দুই নারী রয়েছেন।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবুল বাসার এনটিভি অনলাইনকে জানিয়েছেন, ‘আমিনবাজার থেকে ১৮ যাত্রী একটি কাঠের নৌকায় করে গাবতলী আসছিলেন। তাঁদের বেশির ভাগই দিনমজুর। মাঝপথে তুরাগ নদে নৌকাটি ডুবে গেলে ১১ জন সাঁতরে পাড়ে চলে আসে।’
আবুল বাসার আরও বলেন, ‘ঘটনাটি শনিবার ভোরে ঘটলেও ফায়ার সার্ভিস খবর পায় সকাল ৮টা ৫০ মিনিটে। আমাদের ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করছে। ঘটনাটি কেন ঘটেছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।’