তৃণমূলে উত্থান শুরু হয়েছে : রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, তৃণমূলে উত্থান শুরু হয়েছে। আগামীকাল বুধবারও বিএনপির সমাবেশে মানুষের ব্যাপক উপস্থিতি হবে।
আজ মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী এসব কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন, ‘আগামীকাল বন্দর নগরী চট্টগ্রামে জাতীয়তাবাদী দল বিএনপি উদ্যোগে বিশাল জনসভা হবে। জনসভায় থাকবেন বিএনপি মহাসচিবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জনসভাকে কেন্দ্র করে চট্টগ্রাম উৎসবের নগরীতে পরিণত হয়েছে।’
‘চট্টগ্রামের সমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রামের প্রশাসন যে গণবিরোধী আচরণ করছে তার নিন্দা ও প্রতিবাদ জানাই’ উল্লেখ করে রিজভী বলেন, ‘খেটে খাওয়া মানুষ, নিপীড়িত মানুষ আজ এ সরকারের পতন চায় এবং তারা একটা স্বচ্ছ নির্বাচন চায়।’
রিজভী আরও বলেন, ‘বাধা উপেক্ষা করে জনসভায় লাখো মানুষ অংশগ্রহণ করেছেন। পুলিশ প্রশাসন যতই বাধা দিক না কেন, বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি ও পরিবারের সঙ্গে খারাপ আচরণ করুক না কেন, সবাই বাইরে বের হচ্ছে। আগামীকালের জনসমাবেশে ব্যাপক হারে মানুষের উপস্থিতি হবে।’