তৃতীয় দফায় পৌরসভা নির্বাচনে ৭০ শতাংশ ভোট পড়েছে : ইসি
তৃতীয় দফায় ৬৩ পৌরসভার ভোটগ্রহণ শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্বাচনে ৭০ দশমিক ৪২ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে ইসি।
ইসি বলছে, মোট ১৯ লাখ আট হাজার ৬১৫ ভোটের মধ্যে ১৩ লাখ ৪৪ হাজার ১৬ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
তৃতীয় ধাপের এ নির্বাচনের সমন্বয়ক ইসির উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রতিবেদনে আজ রোববার এই তথ্য জানানো হয়েছে।
তৃতীয় ধাপে ৬৩ পৌরসভার মধ্যে ৬০টিতে মেয়র পদে নির্বাচন হয়। এর মধ্যে ৪৩টিতে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা। এর মধ্যে ১৪টিতে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। তিনটি পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থীরা।
তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়েছে নওগাঁর ধামইরহাট পৌরসভায়। এখানে ভোট পড়েছে ৯২ দশমিক ১৪ শতাংশ। এ পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। এখানে ১২ হাজার ৬৪০ ভোটের মধ্য ভোট পড়েছে ১১ হাজার ৬৪৬টি। এখানে মেয়র পদে জয় পেয়েছেন আওয়ামী লীগের মো. আমিনুর রহমান।
অপরদিকে সবচেয়ে কম ভোট পড়েছে মৌলভীবাজারের মৌলভীবাজার পৌরসভায়। এখানে শতকরা ভোট পড়েছে ৪১ দশমিক ৮৭ শতাংশ। এখানেও ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। এ পৌরসভায় ৪৩ হাজার ৪৪৬ ভোটের মধ্যে ১৮ হাজার ১৯০টি ভোট পড়েছে। এখানে মেয়র পদে জয় পেয়েছেন আওয়ামী লীগের হাজি মো. ফজলুর রহমান।
গতকাল ভোটগ্রহণ শেষে ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর গণমাধ্যমে কথা বলেছিলেন। সে সময় তাঁর কাছে প্রশ্ন রাখা হয়েছিল, তৃতীয় ধাপে সব মিলিয়ে কত শতাংশ ভোট পড়তে পারে—জবাবে মো. আলমগীর বলেন, ‘বরাবরের মতো, বিশেষ করে স্থানীয় সরকারের প্রত্যেকটি নির্বাচনই তো ভালো। আমরা তৃতীয় দফার এই নির্বাচনে আশা করছি, গড়ে ৬০ শতাংশের নিচে ভোট হবে না। ৬০ থেকে ৭০ শতাংশের মধ্যে থাকবে গড়ে।’
তিন দফায় পৌরসভার ভোট সম্পন্ন করেছে ইসি। তিন দফা ভোটের তুলনামূলক বিশ্লেষণ করতে বললে মো. আলমগীর গতকাল বলেছিলেন, ‘আমি বলব যে, প্রথম ও দ্বিতীয় দফায় ব্যালট ও ইভিএমে দুটোতেই ভোট হয়েছিল। আর আজ (গতকাল শনিবার) শুধুই ব্যালটের মাধ্যমে ভোট হয়েছে। তো আমি বলব যে, কোনো দফার চেয়ে কোনো দফা মন্দ হয়নি। দ্বিতীয় দফায় সিরাজগঞ্জে একটি দুঃখজনক ঘটনা না ঘটলে আমি বলব যে, প্রত্যেকটি একই রকম ভোট হয়েছে। আর আজকেরটা (গতকাল) তো একেবারে শান্তিপূর্ণভাবে হয়েছে সব জায়গায়। এবং আপনাদের মিডিয়াতেও আমরা তাই দেখেছি।’