তৃতীয় দিনের লকডাউনে কুষ্টিয়া, একদিনে আক্রান্ত ১২২, মৃত্যু পাঁচ
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় সাতদিনের কঠোর লকডাউনের আজ বুধবার তৃতীয় দিন চলছে।
পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৫৪ জনের নমুনা পরীক্ষা করে ১২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫ শতাংশ। এ ছাড়া একদিনে করোনায় মৃত্যু হয়েছে আরও পাঁচজনের।
জেলায় প্রতিদিনই করোনায় আক্রান্ত ও মৃত্যুর ঘটনার মধ্যেই লোকজনের মধ্যে বিধিনিষেধ মানতে অনীহা দেখা যাচ্ছে। কুষ্টিয়া শহরে প্রবেশের প্রতিটি পয়েন্টে বাঁশ বেঁধে ব্যারিকেড দিয়েছে পুলিশ। অনেকেই নানা অজুহাতে শহরে ঢুকতে চাইছেন। তবে জরুরি সেবা ছাড়া কাউকেই শহরে প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ।
এ ছাড়া লকডাউন কার্যকর করতে সার্বক্ষণিক মাঠে কাজ করছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত।
অস্বাভাবিক হারে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কুষ্টিয়ায় ২০ জুন মধ্যরাত থেকে ২৭ জুন মধ্যরাত পর্যন্ত সাতদিনের কঠোর লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন।