তৃতীয় লিঙ্গের পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তারের পর জানা গেল ৪ জনই পুরুষ
রাজধানীর উত্তরা এলাকায় বাস কাউন্টারে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃতীয় লিঙ্গের চারজনই পুরুষ বলে জানা গেছে। যদিও গ্রেপ্তার চারজনের দাবি, তারা তৃতীয় লিঙ্গের। আজ শনিবার তাদের গ্রেপ্তার করে করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এনটিভি অনলাইনকে এতথ্য নিশ্চিত করেন।
ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘গ্রেপ্তার হওয়া চারজন আমাদের জানিয়েছেন, তাদের নাম মৌসুমী হিজড়া (৩২), অনিকা হিজড়া (১৯), তুলী হিজড়া (২৪) ও দুলী হিজড়া (২৫)। তবে, তাদের এই নাম ঠিক বলে আমার মনে হয় না। তারা পুরুষ বলে আমরা নিশ্চিত হয়েছি।’
ওসি আরও বলেন, ‘আমরা তাদের চারজনকে এরইমধ্যে আদালতে পাঠিয়েছি। প্রত্যেককে চারদিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদনও জানিয়েছি। রিমান্ডে এনে এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। তারা পুরুষ হলে কেন এভাবে চাঁদাবাজি করে, এসব বিষয়ে তদন্ত করা হবে।’
মোহাম্মদ মহসীন বলেন, ‘অভিযুক্তরা এনা পরিবহণের ম্যানেজার জিয়াউল হকের কাছে দুই হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি টাকা দিতে না চাইলে একপর্যায়ে তার পকেট থেকে হিজড়া সদস্যরা ১০১০ টাকা ছিনিয়ে নেয় এবং আরও ৪৯০ টাকা দাবি করে কাউন্টারে হৈচৈ শুরু করে দেয়। বিষয়টি তিনি পুলিশকে জানালে পুলিশ গিয়ে চারজনকে গ্রেপ্তার করে।’
মোহাম্মদ মহসীন আরও বলেন, ‘অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এ এলাকায় বিভিন্ন যানবাহন থেকে চাঁদাবাজি করে আসছে। চাঁদা না দিলে তারা বাস কাউন্টার এবং গাড়িতে রীতিমতো তাণ্ডব চালাতেন এবং যাত্রীদের সঙ্গেও বাজে আচরণ করতেন।’
ওসি বলেন, ‘এ ঘটনায় জিয়াউল হক বাদী হয়ে দ্রুত বিচার আইনে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়ে আমরা তাদের আদালতে পাঠিয়েছি।’