তৃতীয় লিঙ্গের মানুষ ও বেদেবহরে খাদ্যসামগ্রী নিয়ে বরগুনার ডিসি
চলমান করোনা পরিস্থিতিতে সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছে তৃতীয় লিঙ্গের মানুষ এবং বেদে সম্প্রদায়। তাই গতকাল বুধবার বিকেলে বরগুনার তৃতীয় লিঙ্গের মানুষ ও বেদেবহরে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ। একই সঙ্গে এসব অসহায় মানুষের জন্য স্থায়ী আবাস গড়ার লক্ষ্যে চলছে স্থান নির্বাচনের কাজ।
বরগুনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদি হাসান বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে সবচেয়ে বেশি অসহায় তৃতীয় লিঙ্গের মানুষ এবং বেদে পরিবারগুলো। তৃতীয় লিঙ্গের মানুষ এবং বেদে সম্প্রদায়ের শতাধিক পরিবারের মধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারের জন্য আপাতত ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু, এক কেজি ডাল, আধালিটার সয়াবিন তেল, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
মেহেদি হাসান আরো বলেন, ইতোমধ্যে সেসব পরিবারের জন্য স্থায়ী আবাসন নির্মাণের লক্ষ্যে চলছে সাইট সিলেকশনের কাজ।
বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, করোনা পরিস্থিতি মোকাবিলায় এ পর্যন্ত ১৮ হাজার ৯০০ জেলে পরিবারকে ৪০ কেজি করে চাল ও ৫৪ হাজার দরিদ্র পরিবারকে ভিজিডি চাল বিতরণ করা হয়েছে এবং হচ্ছে। এ ছাড়া জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত তালিকার বাইরে কর্মহীন শ্রমজীবী অসহায় পরিবারের তালিকা তৈরি করে তাদের মধ্যে এ পর্যন্ত ছয় হাজার ৫০০ পরিবারের চাল, ডাল, আলু, তেল, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য সরবরাহ করা হয়েছে। দেশের এই ক্রান্তিকালে কর্মহীন দরিদ্র পরিবারের সহযোগিতায় নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানান তিনি।