তেজগাঁওয়ে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৭
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সাতজন দগ্ধ হয়েছে। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাসেল শিকদার গণমাধ্যমকে বলেন, ‘আজ শনিবার দুপুর ২টায় তেজগাঁও-গুলশান লিংক রোডের নেপলিফ ইন্টারন্যাশনাল ওয়ার্কশপে বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।’