সিলেটের সঙ্গে সারা দেশের রেল বন্ধ
তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ড্রাম-বালতি নিয়ে হাজির এলাকাবাসী
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ও বিয়ালিবাজারের গুতিগাঁও এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে ওই বগিগুলো লাইনচ্যুত হয়।
এদিকে, তেলবাহী ওই ট্রেনের বগিগুলো লাইনচ্যুত হওয়ার পরই এলাকাবাসী ঘটনাস্থল থেকে তেল সংগ্রহ করে নিয়ে যাচ্ছে বলে দেখা গেছে।
এরই মধ্যে আখাউড়া থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ট্রেন চলাচল দ্রুত স্বাভাবিক করার জন্য কাজ করছে।
এদিকে, লাইনচ্যুত বগিগুলো থেকে আশপাশের এলাকায় তেল ছড়িয়ে পড়ায় ওই এলাকায় অগ্নিকাণ্ডের আতঙ্ক দেখা দিয়েছে। অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ড ঠেকাতে এবং মানুষকে সরিয়ে নিতে এলাকায় মাইকিং করা হচ্ছে।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়াত হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।