তেলের দাম নিয়ে দু-এক দিনের মধ্যে সুখবর আসতে পারে : বাণিজ্য সচিব
বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমায় আগামী দু-এক দিনের মধ্যে দেশেও সেটি কমে আসবে।
সচিবালয়ে আজ রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব এ কথা বলেন।
বাণিজ্য সচিব বলেন, ‘তেলের দামের ক্ষেত্রে আগামী দু-এক দিনের মধ্যে একটা সুখবর আসতে পারে। আশা করছি—তেলের দাম কমবে। তবে, ট্যারিফ কমিশন তেল রিফাইনারি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে আমাদের জানাবে। তারপর আমরা জানাতে পারব—কত টাকা কমবে।’