তৈমূরের কাছে চাঁদা দাবি, ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার
ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী অ্যাভোকেট তৈমূর আলম খন্দকারের কাছে চাঁদা দাবি করার অভিযোগে চিত্তরঞ্জন দাস ওরফে সুমন মিয়া (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার রাতে রাজধানীর আদাবর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জায়েদুল আলম জানান, সুমন মিয়া ওরফে চিত্তরঞ্জন দাস তৃতীয় শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। ১২ বছর আগে তিনি ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। কাজ করেন নিজ গ্রাম কুমিল্লার হোমনা এলকায় সেলুনে। কয়েক বছর আগে রাজধানীতে গিয়ে গার্মেন্টসের জুটের ব্যবসা শুরু করেন। গত ২২ নভেম্ভর রাতে ডিজিএফআই পরিচয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের কাছে চাঁদা দাবি করেন।
এ বিষয়ে ফতুল্লা থানায় একটি জিডি করা হয়। বিষয়টি পুলিশ তদন্ত করে চিত্তরঞ্জনকে খুঁজে বের করে। এ ঘটনায় আজ মঙ্গলবার ফতুল্লা থানায় একটি মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আরও দুজনকে আটক করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।
পুলিশ সুপার আরও বলেন নির্বাচনকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে পুলিশ সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে।