থালা ভেঙে হাজতির আত্মহত্যার চেষ্টা
টিটু তালুকদার (২৫) নামের এক হাজতি অ্যালুমিনিয়ামের থালা ভেঙে তা দিয়ে গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেছেন। আজ সকাল ৬টার দিকে কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে।
দুপুরে সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘টিটু আত্মহত্যার চেষ্টা করেছিলেন। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।’
সুভাষ ঘোষ বলেন, ‘হাজাতিদের খাবারের জন্য অ্যালুমিনিয়ামের থালা থাকে। প্রথমে ওই থালা ভেঙে খণ্ড খণ্ড করেন টিটু তালুকদার। তারপর ওয়াশরুমে ঢুকে ভাঙা থালা দিয়ে গলায় আঘাত করেন। এতে তার গলা কেটে যায়। পরে তাকে উদ্ধার করে ঢামেক পাঠানো হয়েছে। আমরা জেনেছি, তিনি এখন আশঙ্কামুক্ত।’
‘টিটু তালুকদার কোনো মামলার আসামি তা যাচাই-বাছাই করে বলা যাবে। এ ছাড়া তিনি কেন আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেলেন, তাও আমরা জানার চেষ্টা করব’, যোগ করেন জেল সুপার।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদশর্ক মো. বাচ্চু মিয়া এনটিভি অনলাইনকে বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী হাসিবুল হাসানসহ কয়েকজন মিলে হাজতি টিটুকে হাসপাতালে নিয়ে আসে। তার গলায় আঘাতের দাগ রয়েছে। অবস্থা খুব একটা ভালো না। তাকে নাক-কান ও গলা বিভাগে ভর্তি রাখা হয়েছে। তার বাবার নাম মৃত ফজল তালুকদার।’