দক্ষিণ চট্টগ্রামে ১২ হাজার পিস ইয়াবা জব্দ, গ্রেপ্তার ৫
চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১২ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। উভয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজার ঈদগাঁও উপজেলার ইসলামপুর গ্রামের মোহাম্মদ জাহিদ হোসেন (২০)। তাকে গতকাল ভোর সাড়ে ৬টার দিকে কেরানীহাট এলাকায় থানার এসআই সুব্রত দাশ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। তার কাছ থেকে দুই হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
অপরদিকে, লোহাগাড়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শামসুদ্দোহা সঙ্গীয় ফোর্স নিয়ে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের চুনতি বন কর্মকর্তার কার্যালয়ের সামনে গতকাল রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে একটি প্রাইভেটকারে অভিযান চালানো হয়। সেখান থেকে সাত হাজার পিস ইয়াবা জব্দ করে এবং টেকনাফ থানার সিলবুনিয়া পাড়ার মোহাম্মদ রফিকের মোহাম্মদ ইয়াসিন (২০) ও রোহিঙ্গা ক্যাম্পের চাকমারকুল এলাকার দিল মোহাম্মদকে (২০) আটক করে।
এদিকে, লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ লোহাগাড়া থানাধীন পদুয়া ইউপির পদুয়া কাঁচাবাজারে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছিলেন। এ সময় গতকাল রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০ গ্রাম গাঁজাসহ সোয়াদেব জলদাসকে (৩৫) আটক করে।
এদিকে, লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) দুলাল বাড়ৈ সঙ্গীয় ফোর্সসহ চুনতি ইউপির চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে গতকাল রাত সাড়ে ১১টার দিকে যাত্রীবাহী মাইক্রোবাসে অভিযান চালায়। সেখান থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামি জান্নাতুল ফেরদৌস (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করে। তিনি চন্দনাইশে উপজেলার মাধ্যম হাসিমপুর এলাকার মো. ইউছুপের স্ত্রী।
আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ও লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ।