দরজায় রশি বেঁধে দোকানে আগুন, অল্পের জন্য বাঁচলেন ঘুমন্ত ব্যবসায়ী
ঝালকাঠির রাজাপুর উপজেলায় দুর্বৃত্তের দেওয়া অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মালামালসহ একটি দোকান। অল্পের জন্য বেঁচে গেছেন দোকানি। গতকাল বুধবার রাতে উপজেলার বড় কৈবর্তখালী গ্রামের বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বুধবার রাতে আবদুর রব ফরাজী তাঁর দোকান বন্ধ করে ভেতরেই ঘুমিয়ে পড়েন। এ সুযোগে রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা বাইরে থেকে দরজা রশি দিয়ে বেঁধে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় লোকজন দোকানে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করে। দোকানের মধ্যে আটকাপড়া বৃদ্ধ ব্যবসায়ীর চিৎকার শুনে স্থানীয়রা এসে তাঁকে উদ্ধার করে।
স্থানীয়রা পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে মালামালসহ দোকানটি পুড়ে যায়। এতে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকানমালিক আবদুর রব ফরাজী (৬৫) দাবি করেন। তাঁকে হত্যার উদ্দেশ্যেই দোকানে আগুন দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম চুন্নু বলেন, রাতে আগুন দেখে স্থানীয়রা গিয়ে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে দোকানের মধ্যে থেকে রব ফরাজীকে বের করা হয়। পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে। আমি খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধ ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি। তিনি কারও নাম বলেননি।
এ ব্যাপারে রাজাপুর থানায় যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এখনও এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।