দলীয় কর্মসূচি শেষে ফেরার পথে ট্রাকচাপায় বিএনপিনেতা নিহত
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেলআরোহী এক বিএনপিনেতা নিহত হয়েছেন। বাবুগঞ্জে অবস্থিত বরিশাল ক্যাডেট কলেজের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিএনপিনেতার নাম আকতার হোসেন (৪৫)। বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মজিবুর রহমান নান্টু জানিয়েছেন, নিহত আকতার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি গুগীরকান্দা দাখিল মাদ্রাসার শিক্ষক হিসেবেও কর্মরত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বরিশাল সদর উপজেলা থেকে বিএনপির সমাবেশ শেষে করে উজিরপুরে বাড়ির দিকে রওয়ানা হন আকতার হোসেন। এর মধ্যে তিনি বাবুগঞ্জ উপজেলায় বরিশাল ক্যাডেট কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন তিনি।
বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বলেছেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত আকতার হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া ট্রাকটি জব্দ করা গেলেও চালক পলাতক।’